Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান্নাতের সামনে ভয়াবহ আগুনে তরুণীর মৃত্যু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৮:১৭ পিএম

বলিউড অভিনেতা শাহরুখ খানের বাংলো মান্নাত এর সামনে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শাহরুখ খানের বাংলোর ঠিক বিপরীতে অবস্থিত বসন্ত অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় আগুন লাগে। এ ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর আরেক মহিলা।

ইভানা মোরেস নামে ঝলসে যাওয়া তরুণীর দেহ উদ্ধার করে ফায়ারসার্ভিসের কর্মীরা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তারই সঙ্গে ৩৮ বছরের সিফরা জাফরি নামের আরেক নারীও গুরুতর আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই এলাকায়।

অনেকেই বলছেন, শাহরুখ খানের মতো তারকার বাংলো যে এলাকায় আছে। বিলাসবহুল এই এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল?

আপাতত শাহরুখ খানের হাতে কোনও ছবি নেই। তাণর শেষ ছবি আনন্দ এল রাইয়ের জিরো। যেটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। ছবিতে তার সঙ্গে দেখা গেছে ক্যাটরিনা কাইফ, আনুষ্কা শর্মাকেও। তবে ‘থবর’ নামে করণ জোহরের আগামী ছবিতে ক্যামিও রোলে দেখা যেতে পারে বাদশা খানকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ