পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আফগানিস্তানের সরকার ১,৫০০ তালেবান বন্দিকে মুক্তি দেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। কাবুল সরকারের এই সিদ্ধান্ত গত মাসে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তিকে বিপন্ন করতে পারে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দফতরের মুখপাত্র জাভেদ ফয়সাল শানিবার জানান যে বন্দিদের তালিকা পর্যালোচনার জন্য আরো সময়ের প্রয়োজন হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছিলেন যে শানিবার থেকে বন্দিদের মুক্তি দেয়া হবে। আন্ত:আফগান আলোচনা শুরুর জন্য তালেবানদের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই মুক্তি দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আফগানিস্তানে ১৯ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ও মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিটিকে সবচেয়ে ভালো সুযোগ হিসেবে অভিহিত করা হয়। বন্দিমুক্তি বিলম্বের বিষয়ে তালেবানদের কাছ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তিতে ৫,০০০ তালেবান বন্দিকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ১,০০০ সরকারি সেনাকে মুক্তি দেবে তালেবান। আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্ত:আফগান আলোচনা শুরু হওয়ার আগে এই বন্দিবিনিময় জরুরি বলে মনে করা হয়। ঘানির ডিক্রিতে শানিবার থেকে প্রতিদিন ১০০ করে বন্দিকে মুক্তির দেয়ার কথা ছিলো। এভাবে ১,৫০০ বন্দিকে মুক্তি দেয়া হতো। আন্ত:আফগান আলোচনা শুরু পর বাকি ৩,৫০০ বন্দিকে মুক্তি দেয়া হবে বলে ঘানি জানায়। এপি, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।