Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় মারা যেতে পারে দেড় লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় দেড় লাখ মানুষের মৃত্যু হতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার পল কেলি সোমবার বলেন, করোনায় যেকোন দেশের জনসংখ্যার ২০ থেকে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন। এটি একটি সংক্রামক রোগ... এতে মৃত্যুর হার প্রায় এক শতাংশ, তাহলে আপনি হিসেব করে দেখুন। অস্ট্রেলিয়ার জনসংখ্যার ২০ শতাংশ যদি আক্রান্ত হয় তাহলে এতে আক্রান্ত হবে ৪৮ লাখ মানুষ। এবং মৃত্যুর হার যদি এক শতাংশ হয় তাহলে মারা যাবে ৫০ হাজার মানুষ। যদি আক্রান্তের হার ৪০ শতাংশ হয় তাহলে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হবেন ৯৬ লাখ এবং মারা যেতে পারেন ১ লাখ মানুষ। এবং আক্রান্ত যদি ৬০ শতাংশ হয় তাহলে আক্রান্ত হবেন দেড় কোটি মানুষ এবং মারা যাবেন প্রায় দেড় লাখ মানুষ। পল কেলি আরও বলেন, ৬০ বছরের বেশি বয়সীরা এই রোগের ঝুঁকিতে বেশি। এবিসি নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ