Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ে হচ্ছে বলিউড সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৫:৪১ পিএম

বলিউডের ট্রেন্ডিং লিস্টে এবার গেল প্রাণঘাতী ভাইরাস করোনার নামও। নতুন যে কোনো বিষয় নিয়ে বলিউডের আগ্রহ বরাবরই। বালাকোট এয়ারস্ট্রাইকের পর প্রযোজক-পরিচালকদের বিষয়টি নিয়ে ছবি বানানোর হিড়িক পড়ে গিয়েছিল। একই ঘটনা ঘটেছিল কাশ্মিরে ৩৭০ ধারা তুলে নেয়ার পরও। ছবির নাম নথিভুক্তও হয়েছে অনেক। কিন্তু করোনা নিয়ে ছবি! তাও আবার গোটা পৃথিবী যখন এই ভাইরাসের আতঙ্কে তটস্ত, তখন? কিন্তু চলচ্চিত্র নির্মাতাদের এ বিষয়ে কোনো হেলদোল নেই। আতঙ্কের মাঝেও ব্যবসার দিকে নজর রেখেছেন তারা। তাই ছবির নাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি খেলা।

প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে এরোজ ইন্টারন্যাশনাল। ইতিমধ্যেই তারা ‘করোনা প্যায়ার হ্যায়’ নামটি রেজিস্টার করে ফেলেছে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কহোনা প্যায়ার হ্যায়’-এর সাথে টুইস্ট রেখেই নাকি নাম ও বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। শুনে মনে হতে পারে, এ সব নেহাত গুজব। এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। কিন্তু তা নয় একেবারেই। ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসর কাউন্সিল জানিয়েছে, ‘গত সপ্তাহেই এরোজ ইন্টারন্যাশনাল করোনা প্যায়ার হ্যায় নামে একটি ছবির রেজিস্ট্রেশন করিয়েছে।’ প্রযোজক কৃষ্ণা লুল্লা জানিয়েছেন, ‘চিত্রনাট্য লেখার কাজ চলছে। ছবির বিষয়বস্তু প্রেম কাহিনি নির্ভর। তার মধ্যে বিশ্ব মহামারির বিষয়বস্তুটিও থাকবে। এখন শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা। তারপরই কাজ শুরু হয়ে যাবে পুরোদমে।’ তবে শুধু ‘করোনা প্যায়ার হ্যায়’ নয়, করোনা নিয়ে আরো একটি ছবি রেজিস্ট্রার হয়েছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসর কাউন্সিলে। সেই ছবিটির নাম ‘ডেডলি করোনা’। যদিও এনিয়ে বিস্তারিত খবর এখনও জানা যায়নি।

এদিকে করোনা আতঙ্কে শুটিং বাতিল হয়েছে বলিউডে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসর্স অ্যাসোসিয়েশন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে রোববার বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই গোটা মার্চজুড়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩১ মার্চ অবধি বন্ধ থাকবে বলিপাড়ার সমস্ত শুটিং। সিনেমা, ওয়েবসিরিজ হোক কিংবা ধারাবাহিক, যাবতীয় শুটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে রোববার। আগামী ১৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বলিউডের সমস্ত সেটে লাগু হবে এই নির্দেশিকা। রোববার মুম্বাইয়ের সিনেমা সংগঠনগুলির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ