Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন সফরে প্রেসিডেন্ট আরিফ আলভি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার দুদিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে করছেন। পাক পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, পরিকল্পনা, উন্নয়ন ও স্পেশাল ইনিশিয়েটিভ বিষয়ক মন্ত্রী আসাদ ওমর এবং শীর্ষ পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তা। বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরের সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হতে পারে। এসব সমঝোতা হলে চীন এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে ড.আরিফ আলভির প্রথম চীন সফর। এ সফরের মধ্যদিয়ে করোনাভাইরাসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার বার্তা পৌঁছে দেয়া হবে। ডন, নেশান।



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ১৭ মার্চ, ২০২০, ৭:০০ এএম says : 0
    আল্লাহ! তূমি চিনের মুসলমানদের হেফাজত কর, বাকীদেরে হেদায়েত কর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ