Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলেবেলার গাড়ি ফিরে পেয়ে উচ্ছ্বসিত বিগ বি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৯:৩৮ পিএম

অমিতাভ বচ্চন তার টুইটার হ্যান্ডলে শেয়ার করলেন নিজের একটি ছবি। ঝকঝকে একটি ফোর্ড ভিন্টেজ প্রিফেক্ট-এর সামনে দাড়িয়ে রয়েছেন বলিউড আইকন। এই গাড়িটি উপহার দিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা। টুইটে অমিতাভ বচ্চন লিখেছেন যে অনন্তের এই উপহারে বাকরুদ্ধ হয়েছেন তিনি।

‘অনেক সময়েই এমন হয় যে জীবন বাকরুদ্ধ করে দেয়। এখনও আমারও তেমন অবস্থা। খুব চেষ্টা করছি প্রকাশ করতে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছি না সময়কে উত্তীর্ণ করে যাওয়া একটা উপহার’, লেখেন অমিতাভ।

এই বিশেষ উপহারের পিছনের গল্পটি বিগ বি তার ব্লগে লিখেছেন। তিনি লেখেন যে তার আগের একটি ব্লগে এলাহাবাদে, তার পরিবারের প্রথম গাড়ির উল্লেখ ছিল। সেটি ছিল একটি ফোর্ড প্রিফেক্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসের ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কা বচ্চন পরিবারের ওই গাড়ির কথা জানতে পেরে নিজ উদ্যোগে খুঁজে বার করেন ঠিক একই মডেলের একটি গাড়ি।

গাড়িটি পেয়ে বিগ বি যেন ফিরে পেলেন তার একখ- ছেলেবেলা। উচ্ছ্বসিত অমিতাভ লিখলেন যে অনন্ত গোয়েঙ্কা প্রতি বছর ২৬/১১-র বার্ষিকীতে একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করেন। সেই উদ্যোগের বিষয়ে কথা বলতে তিনি অনেক বারই এসেছেন বিগ বি-র বাড়িতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ