Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীকে নিয়ে প্রিয়াঙ্কার হোলি পার্টি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১১:৩১ এএম

ইশা আম্বানির হোলি পার্টি, বলিউডের বড় সেলিব্রেটিরা থাকবেন না তা কি করে হয়। শুরুতে নিজস্ব স্টাইলে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সাদা ড্রেস ও হলুদ জুতো, ম্যাচিং পোশাকে গাড়ি থেকে নামলেন তারা। নিকের প্রথমবার হোলি উদযাপন। ইনস্টাগ্রামে তার ঝলক মিলল। ছবি, ভিডিও শেয়ার করলেন নিক।

‘আমার প্রথম হোলি! আনন্দ ও মজা করে উৎসবটা উপভোগ করছি আমার দ্বিতীয় বাড়ি ভারতে’, কিছুদিন আগে ইনস্টাগ্রামে এই বার্তাই দিয়েছিলেন নিক। নেচে-গেয়ে মজা করেই পার্টি করলেন দু’জনে। স্ত্রী প্রিয়াঙ্কা ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাথে সেলফিও তুললেন নিক।

প্রিয়াঙ্কা-নিক শুধু নন, ভিকি কৌশল, রাজকুমার রাও, জ্যাকলিন ফার্নান্ডেজ, হুমা খুরেশি-র মতো তারকাদেরও দেখা গেল আম্বানির হোলি পার্টিতে।

সম্প্রতি অ্যামাজন স্টুডিয়োর মা আনন্দ শীলা -সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। ব্যারি লেভিনসনের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। এছাড়াও নেটফ্লিক্সের দ্য হোয়াইট টাইগার-এ রাজকুমার রাওয়ের সাথে দেখা যাবে দেশি গার্লকে।
এদিকে কিছুদিন আগেই হ্যাপিনেস বিগিনংস ট্যুর শেষ করেছেন নিক। দ্য ভয়েস- রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যেতে চলেছে তাঁকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ