Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিড়ম্বনার গল্প শোনালেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১০:৫৭ এএম

শ্রীলংকার সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে কাজ করছেন এক দশক ধরে। শ্রীলংকার সুন্দরী প্রতিযোগিতা জয় করে তিনি চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে আবাস গড়েন। শুরুতে বলিউডে তিনি বেশ অস্বস্তিকড় পরিস্থিতির মুখে পড়েছিলেন। সম্প্রতি সেসব গল্প শুনিয়েছেন পিংকভিলাকে। বডি শেমিং থেকে ভিনদেশী-শুনতে হয়েছে নানা বিষয়ে নানা কথা।

বলিউডে কেউ কেউ তাকে নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। আবার কেউ বলেছিলেন নাকের সার্জারি করাতে। জ্যাকুলিন বলেন, ‘প্রায় ১০ বছর হয়ে গেল। যখন এখানে আসি তখন তেমন কিছুই জানতাম না। নিজেকে নিয়ে অভিনয় করিনি। যেমন ছিলাম তেমনি থাকতে চেয়েছিলাম। অনেকে আমাকে বলেছে, ‘নাকে সার্জারি করাও। নামটা বদলে ফেলো।’ কিন্তু আমি নিজেকে বলেছি, এসবের কি কোনো দরকার আছে? আমি ধৈর্য ধরে নিজেকে সামলে নিয়েছিলাম এবং কৌশলটা কাজে লেগেছে।’

জ্যাকুলিন যোগ করেন, ‘আমাকে নাম পরিবর্তন করে মুসকান রাখার কথা বলা হয়েছিল। ব্যাপারটা মনে হতেই হাসি পায়। আমার এজেন্সির কথা ছিল—আমার নামটি খুব বেশি পশ্চিমা, তাই পরিবর্তন করা প্রয়োজন। কারণ এ নাম নিয়ে বলিউডে সফল হওয়া যাবে না। আমি শুরু থেকেই দৃঢ় ছিলাম যে আমি নাম বদল করব না। কেউ কেউ চেয়েছিলেন আমার ভ্রু গাঢ় করতে।’

এমনকি নাকে সার্জারি করতেও বলেছিলেন অনেকে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই নিজের নাক আমার প্রিয়। অনেকে আমাকে নাকের চেহারা বদলানোর কথাও বলেছেন।’

শুরুতে জ্যাকুলিনকে ভারতে বাসা ভাড়া পেতেও সমস্যা হয়েছিল, কারণ তিনি ‘ফিরিঙ্গি অভিনেত্রী’। বলিউডের ভেতরেও অনেকে তার হিন্দি উচ্চারণ নিয়ে কৌতুক করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ