Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘বাগি থ্রি’ মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০২ এএম

আগামীকাল শুক্রবার বলিউডের ‘বাগি থ্রি’ এবং ‘কামিয়াব’ মুক্তি পাবে। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং ফক্স স্টার স্টুডিওসের ব্যানারে রোমান্স অ্যাকশন ফিল্ম। সাজিদ নাদিয়াদওয়ালা ফিল্মটি প্রযোজনা করেছেন। আহমেদ খানের পরিচালনায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ, অঙ্কিতা লোখান্ড, আশুতোষ রানা, বিজয় ভার্মা, জয়দীপ আহলাওয়াত এবং আইটেম দৃশ্যে দিশা পাটানি। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল দাদলানি, শেখর রাবজিয়ানি, বাপ্পি লাহিড়ী, তনিষ্ক বাগচী, সাচেত ট্যান্ডন, পরম্পরা ঠাকুর, রোচক কোহলি এবং রেসে বেন্ডাল। ফিল্মটির প্রথম দুই পর্ব ২০১৬ ও ২০১৮তে মুক্তি পেয়েছে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং দৃশ্যম ফিল্মসের ব্যানারে ‘কামিয়াব মুক্তি পাবে। কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন গৌরি খান, মনীশ মুন্দ্রা এবং গৌরব ভার্মা। হার্দিক মেহতার পরিচালনায় অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, ইশা তালভার এবং দেবাস দীক্ষিত। সঙ্গীত পরিচালনা রচিতা অরোরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ