Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার অন্যভাবে পর্দায় আসছেন আলিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩৫ পিএম

সিনেমা তো অনেক হলো, হচ্ছে বিয়ে নিয়ে আলাপ-গুঞ্জন আরও অনেক কিছু। এবার অন্য রকমভাবে দেখা যাবে তাকে।

সকেট চৌধুরীর ‘সোশাল ড্রামা’ধরনের সিনেমাতে অভিনয় করছেন এবার আলিয়া ভাট। মূলত এর মাধ্যমে ব্যাঙ্গাত্মক ভাবে বিভিন্ন ‘ম্যাসেজ’ দেওয়া হবে সমাজের উদ্দেশ্যে। ভিন্নধর্মী এই কাজটি করতে সম্মতি জানিয়ে আলিয়া জানান, তিনি ভিষন আনন্দিত এমন একটি কাজের প্রস্তাব পেয়ে।

স্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি আরও বলেন, ‘এমন কাজ করা সামাজিক দ্বায়িত্ব পালন করার মতই’।

উল্লেখ্য এই ভিন্নধর্মী প্রজেক্টটির প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। সকেট দির্ঘদিন ধরে স্ক্রিপ্ট নিয়ে কাজ করার পরই প্রডাকশনের জন্য এখন পরিকল্পনা করছেন। নাটকের অন্যতম প্রধান চরিত্রে আলিয়ার অভিনয় নিশ্চিত হলেও এখনও খোঁজা হচ্ছে পুরুষ চরিত্রের জন্য মানানসই শিল্পী।

খোঁজা শেষ মাত্রই শুটিং শুরু হবে। কারণ অন্যান্য কলাকুশলী সবাই তৈরি শুটিং’য়ের জন্য বলে জানিয়েছে প্রডাকশন হাউজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আলিয়ার বড়পর্দার নতুন ছবিও তৈরি মুক্তি পাওয়ার জন্য। ‘ব্রক্ষ্মাস্ত্র’ নামের এই ছবিটিতে তার বিপরীতে আছেন তার বাস্তবজীবনের প্রেমিক - রনবীর কাপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ