Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘থাপ্পড়’ মুক্তি পাবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আগামীকাল বলিউডের ছয়টি ফিল্ম মুক্তি পাবে। এর মধ্যে ‘থাপ্পড়’ ফিল্মটির সম্ভাবনা সবচেয়ে বেশি। আন্য ফিল্মগুলো- ‘হন্টেড হিলস’, ‘ও পুষ্পা, আই হেইট টিয়ার্স’, ‘দূরদর্শন’ এবং ‘গানস অফ বেনারস’। ‘থাপ্পড়’মুক্তি পাবে বেনারস মিডিয়াওয়ার্ক্স এবং টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার এবং অনুভব সিনহা। অনুভব সিনহার পরিচালনায় অভিনয় করেছেন তাপসী পান্নু, পাবাইল গুলেতি, রত্মা পাঠক, তন্বী আজমি, দিয়া মির্জা, রাম কাপুর, কুমুদ মিশ্র, মানব কৌল। অনুরাগ সায়কিয়া এবং মঙ্গেশ ধাকড়ে সঙ্গীত পরিচালনা করেছেন। আরএসবিএস ফিল।মসের ব্যানারে হরর রোমান্স ‘হন্টেড হিলস ‘ মুক্তি পাবে। প্রযোজনা করেছেন রবি কান্ত দিক্ষিত, শশিকান্ত দিক্ষিত, শৈলেন্দ্র দিক্ষিত এবং বানোয়ারি লাল দিক্ষিত। সঞ্জীব কুমার রাজপুতের পরিচালনায় অভিনয় করেছেন কৃষ্ণ চতুর্বেদী, ডায়ানা খান, জুবের কে খান, সুরেন্দ্র পাল সিং, গাবি চাহালমানসী গুপ্ত, সানি ঠাকুর এবং মোনিকা। গৌরব স›দ্বীপ এবং আসিফ চান্দোয়ানি সঙ্গীত পরিচালনা করেছেন। আরিয়া ফিল্মসের ব্যানারে কমেডি ফিল্ম ‘দূরদর্শন’ মুক্তি পাবে। ঋতু আরিয়া এবং স›দ্বীপ আরিয়া ফিল্মটি প্রযোজনা করেছেন। গগন পুরির পরিচালনায় অভিনয় করেছেন মাহি গিল, মনু ঋষি চাদা, ডলি আহলুওয়ালিয়া, শার্দুল রানা এবং সিপ্রিয়া শুক্লা। মিত ব্রাদার্স সঙ্গীত পরিচালনা করেছেন। শেখর সুরি পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘গানস অফ বেনারস’; অভিনয় করেছেন করণ না নাতালিয়া কওর, অভিমন্যু শেখর সিং এবং শিল্পা শিরোদকার। দিঙ্কর কাপুর পরিচালিত কমেডি থ্রিলার ‘ও পুষ্পা, আই হেইট টিয়ার্স’-এ অভিনয় করেছেন ক্রুশনা অভিষেক, কার্তিক জয়ারাম এবং আরজুমান মুগাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ