প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’, ‘ভূত : পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’ এবং ‘হান্ড্রেড বাকস’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। এর মধ্যে শেষের ফিল্মটি খুব বেশি দর্শক টানতে পারেনি। ২০১৭’র ‘শুভ মঙ্গল সাবধান’এর স্পিন-অফ ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’ পরিচালনা করেছেন হিতেশ কেভালিয়ার; রোমান্স কমেডিটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্ত, গজরাজ রাও, মনু ঋষি চাদা, জিতেন্দ্র কুমার, সুনীতা রাজোয়ার, মানবী গাগরু, পাঙ্খুরি আভাস্তি, নীরাজ সিং এবং ভূমি পেদনেকার। ফিল্মটির শুক্রবারের আয় ৯.৫৫ কোটি রুপি। শনিবারের আয় ১১.০৮ কোটি রুপি। রবিবারের ১২.০৩ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ২৩.১১ কোটি রুপি। সোমবারের আয় ৩.৮৭ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে তিন। হরর ফিল্ম ‘ভূত- পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ’ পরিচালনা করেছেন ভানু প্রতাপ সিং। ফিল্মটিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, ভূমি পেদনেকার, আশুতোষ রানা এবং সিদ্ধান্ত কাপুর। অখিল সচদেবের সঙ্গীত পরিচালনা। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৫.১০ কোটি রুপি, শনিবারের আয় ৫.৫২ কোটি রুপি। রবিবারের আয় ৫.৭৪ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ১৬.৩৬ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ২.৩২ কোটি রুপি। রেটিং পাঁচে আড়াই। ‘লাভ আজ কাল’ গতকাল পর্যন্ত আয় করেছে ৩৮ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।