Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণবীরের সাথে পর্দা শেয়ার করবেন মহেশবাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৫ পিএম

দর্শকদের জন্য সুখবর, কারণ এবার প্রথম বারের মত পর্দায় এক হতে যাচ্ছেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রণবীর সিং এবং মহেশ বাবু। তবে সেটি কোন সিনেমার নয়, বরং ভারতীয় একটি পানীয়ের বিজ্ঞাপনে।

ইতোমধ্যেই বিজ্ঞাপনটির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই দুই তারকা। যার শুটিং চলছে মুম্বাইয়ে।

প্রকল্পটির একটি গোপন সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রণবীর ও মহেশ দুজন একসাথে যেন এক চমক! একদিকে রণবীর প্রচন্ড চঞ্চল ও অস্থির ধরনের, অপরদিকে মহেশ শান্ত, চুপচাপ স্বভাবের। ফলে পর্দায় দুজনের জুটি বেশ জমবে বলে আশা রাখা যায়।

এদিকে গুঞ্জন উঠছে ভারতীয় প্রযোজক সাজিদ নাদিয়া ওয়ালা তার পরবর্তী সিনেমার জন্য রণবীর সিং ও মহেশ বাবুকে একসাথে কাস্ট করার পরিকল্পনা করছেন। এখন দেখার বিষয় তার এই পরিকল্পনা কত দূর গড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ