Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা শিখছেন চিত্রাঙ্গদা সিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

‘কাহানি’র স্পিন-অফ ‘বব বিশ্বাস’ ফিল্মটির নাম ঘোষণার পর থেকেই আলোচনায় আছে ফিল্মটি। কোলকাতায় ফিল্মটির শুটিং শুরু হবে। নাম ভূমিকায় অভিষেক বচ্চন অভিনয় করবেন। চিত্রাঙ্গদা সিং ফিল্মটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। চরিত্রের প্রয়োজনে তাকে বাংলা শিখতে হবে। ক্রাইম থ্রিলারটি সম্পর্কে বিষদ জানা যায়নি তবে চিত্রাঙ্গদা এতে এক বাঙালি নারীর ভূমিকায় অভিনয় করবেন। সূত্র জানিয়েছে চরিত্রটির জন্য চিত্রাঙ্গদার বাংলা জানা আবশ্যিক। সূত্র বলেছে : “চিত্রাঙ্গদা এরই মধ্যে কোলকাতার এক বন্ধুর কাছে বাংলা শেখা শুরু করে দিয়েছেন এছাড়া একজন ভাষা প্রশিক্ষকের পরামর্শ নিচ্ছেন। বাংলার প্রতি তার বিশেষ ভালবাসার কারণে তিনি ভাষাটি দ্রæত শিখে নিতে পারছেন।।“ চিত্রাঙ্গদা বলেছেন : “যেদিন আমাকে বলা হয়েছে আমাকে বাংলা শিখতে হবে সেই থেকে আনন্দে অধীর হয়ে আছি। এটি আমার সবচেয়ে ভাষার একটি। আগে বাংলা কিছুটা বুঝতাম, তবে এবার শেখার সুযোগ পেলাম। ‘বব বিশ্বাস’ বাংলা শেখার সুযোগ এনে দিয়েছে বলে আমি আনন্দিত।” ‘বব বিশ্বাস’ চলচ্চিত্রটি এক আততায়ীর অতীত জীবনের গল্প। রেড চিলিস এবং সুজয় ঘোষ প্রডাকশনের চলচ্চিত্রটিতে চিত্রাঙ্গদার চরিত্রটি সম্পর্কে জানা যায়নি। সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ চলচ্চিত্রটি পরিচালনা করবেন। এটি ছাড়া চিত্রাঙ্গদা ‘সুরমা টু’ ফিল্মে অভিনয় করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ