প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জি বাংলা চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমনি’র প্রধান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বলিউডে অভিষেক হতে যাচ্ছে। সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় ‘বব বিশ্বাস’ নামের চলচ্চিত্রটিতে তিনি অভিষেক বচ্চনের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলে জানা গেছে। অভিষেক সম্প্রতি চলচ্চিত্রটির শুটিংয়ের আগে আগে কোলকাতা সফর করে গেছেন। জানা গেছে দিতিপ্রিয়া চলচ্চিত্রটিতে অভিষেক রূপায়িত চরিত্রের কন্যার বান্ধবীর ভূমিকায় অভিনয় করবেন। দিতিপ্রিয়া এর আগে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে অভিনয় করেছেন। তারও আগে তার অভিনয়ে ২০০৭ সালে ‘আই লাভ ইউ,দেব’ মুক্তি পেয়েছে। দিতিপ্রিয়া দ্বাদশ শ্রেনির ছাত্রী হলেও মাঝবয়সী রাসমনির ভূমিকায় অতুলনীয় অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। গত কয়েক মাস ধরে ‘করুণাময়ী রানি রাসমনি’ টিআরপিতে শীর্ষ স্থানে অবস্থান করছে। দিতিপ্রিয়া সন্দীপ্তা সেন এবং গৌরব রায় চৌধুরী অভিনীত স্টার জলসার ‘দুর্গা’ ধারাবাহিকে (২০০৮-২০১০) এবং পরে ‘অপরাজিত’ ধারা বাহিতে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।