মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে দাতব্য সংস্থা লা আর্চে’র প্রতিষ্ঠাতা জ্যাঁ ভার্নিয়ের নারীদের প্রতি যৌন নির্যাতন চালিয়ে পরে ধর্ষণ করেছেন। অভ্যন্তরীণ এক অনুসন্ধান রিপোর্টে বলা হয়েছে, তিনি একজন ধর্মীয় নেতা। সমাজের অচল মানুষদের জন্য গড়ে তুলেছেন ওই সংস্থা।
কিন্তু তিনি ফ্রান্সে কমপক্ষে ৬ জন নারীকে যৌন নির্যাতন করেছেন। জ্যাঁ ভার্নিয়ের একজন কানাডিয়ান। তিনি ১৯৬৪ সালে ফ্রান্সে প্রতিষ্ঠা করেন বৈশ্বিক নেটওয়ার্ক লা আর্চে। তিনি গত বছর মারা যান ৯০ বছর বয়সে।
জ্যাঁ ভার্নিয়ে যেসব নারীকে যৌন নির্যাতন করেছেন তারা কেউ অচল বা বিকলাঙ্গ ছিলেন না। তার বিরুদ্ধে সংশয় বৃদ্ধি পাওয়ার পর গত বছর লা আর্চে ইন্টারন্যাশনাল একটি অভ্যন্তরীণ অনুসন্ধান করায়।
বর্তমানে লা আর্চে ইন্টারন্যাশনালের নেতৃত্বে আছেন স্টেফান পোসনার এবং স্ট্যাসি কেটস কারনি। তারা লা আর্চে ফাউন্ডেশনের কাছে এক চিঠিতে লিখেছেন, তার এসব নিন্দনীয় কাজ খুঁজে পাওয়ার পর আমরা হতাশাগ্রস্ত। জ্যাঁ ভার্নিয়েরের যে মূল্যায়ন ছিল অনুসন্ধান রিপোর্ট ঠিক তার উল্টো।
১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফ্রান্সে থাকাকালে ৬ জন নারীকে ইমোশনালি নির্যাতন করেছেন প্রতিষ্ঠাতা ভার্নিয়ের। তিনি তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এসব কথা বলা হয়েছে লা আর্চে ইন্টারন্যাশনালের বিবৃতিতে।
আধ্যাত্মিক গাইডলাইন দেয়ার নাম করে তিনি ওইসব নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তবে তিনি ওইসব নারীকে এ সম্পর্কের কথা গোপন রাখতে বলতেন। সূত্র : বিবিসি অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।