Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মিস্টার ইন্ডিয়া বিতর্কে যুক্ত হলেন সোনম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:২৯ পিএম

১৯৮৭ সালের জনপ্রিয় ছবি অনিল কাপুর অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’। আটের দশকে শেখর কাপুর পরিচালিত যে ছবির মাধ্যমেই সিনেপ্রেমীদের নজর কেড়েছিল অনিল-শ্রীদেবী জুটি। সেই ‘মিস্টার ইন্ডিয়া’র মতো আইকনিক চরিত্রকে নিয়েই আলি আব্বাস জাফর পুরনো ছবিটির রিমেক তৈরি করতে চলেছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে দুই পরিচালক শেখর কাপুর ও আলি আব্বাসের মধ্যে। এবার ‘মিস্টার ইন্ডিয়া’ নিয়ে মুখ খুললেন সোনম কাপুর।

‘মিস্টার ইন্ডিয়া’র রিমেক করার কথা অনিল কাপুর কিংবা পরিচালক শেখর কাপুর দু’জনের কাউকেই জানানো হয়নি বলে জানিয়েছেন তারা। শেখর কাপুর টুইটে জানিয়েছেন, ‘আমাকে কেই জানায়নি যে মিস্টার ইন্ডিয়া ২ হতে চলেছে। আমার মনে হয়, ওঁরা মনে হয় শুধু ছবির নামটাই ব্যবহার করছে। কিন্তু ছবির গল্প হোক কিংবা চরিত্র, কোনোটাই অনুমতি ছাড়া ওরা অনুকরণ করতে পারে না।’

প্রসঙ্গত, আলি আব্বাস সোশ্যাল মিডিয়ায় এই প্রজেক্টের কথা ঘোষণার পরই শেখর কাপুরের নজরে আসে তা।

এবার পরিচালক আলি আব্বাস জাফরকে একহাত নিলেন অনিলকন্যা সোনম কাপুর। সোনমের কথায়, ‘অনেকেই আমাকে মিস্টার ইন্ডিয়া’র রিমেক নিয়ে প্রশ্ন করছেন। কিন্তু সত্যি কথা বলতে কী, আমার বাবা জানেনও না যে ছবিটার রিমেক হচ্ছে। আলি আব্বাস জাফরের টুইট থেকেই আমরা জানতে পারি। ব্যাপারটা সত্যিই খুব অপমানজনক এবং দুঃখের। যদি খবরটা সত্যি হয়, তাহলে কেউ একবার বাবা কিংবা শেখর কাকুকে জিজ্ঞেস করার প্রয়োজন বলে মনে করল না! এই দু’জনেরই যে অবদান রয়েছে ছবিটা তৈরির নেপথ্যে। অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছেন ওঁরা। আমার বাবার কেরিয়ারেও বিশেষ ছবি। আত্মিক দিক দিয়ে খুব কাছের। আমার মনে হয়, প্রত্যেকের কাজের প্রতিই একটা শ্রদ্ধা থাকা উচিত।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ