Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের ধমক খেয়েছেন সারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪৯ পিএম

সদ্য মুক্তি পেয়েছে সারা-কার্তিক অভিনীত ‘লাভ আজ কাল’ ছবিটি। ছবিতে সারা আর কার্তিকের অন স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশ চর্চা হয়েছে ভক্ত মহলে। সম্প্রতি এক ওয়েব শো-তে সারা আলি খান করে বসলেন এক বেফাঁস মন্তব্য। তিনি নাকি একটা ছবির বর্ণনা শোনার মাঝেই ফেক ‘কার্ডিয়াক অ্যারেস্টে’-এর অভিনয় করে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু কেন এমনটা করতে চেয়েছিলেন সারা?

সেই শো-তে সারাকে প্রশ্ন করা হয়, আজ পর্যন্ত তিনি মোট ক’টা ছবির স্ক্রিপ্ট শুনেছেন। মুচকি হাসলেন সারা। বললেন পাঁচটা ছবিতে ইতিমধ্যেই কাজ করেছি তাই পাঁচটা স্ক্রিপ্ট তো শুনেছি বটেই। আর সেই প্রসঙ্গ টেনেই সারার এই চমকে দেয়া মন্তব্য! কোনো এক ডিরেক্টরের সাথে মিটিং ছিল সারার। তবে সারা মিটিং জুড়ে ডিরেক্টর এত কিছু বলে যাচ্ছিলেন যে তার আর কোনো কথা বলারই সুযোগ হয়ে উঠছিল না। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সারা বলেন, ‘কেরিয়ারের শুরু দিকে সেই ন্যারেশন শোনার মাঝেই হাতে ফোন নিয়ে ঢুকে পড়ি রেস্টরুমে। সাথে সাথে মা (অমৃতা সিংহ) কে ফোন করি। মাকে বলি তুমি তো জান, আমি কত ‘গুড গার্ল’ কিন্তু আমি কি এই মুহূর্তে একটা ফেক ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এর অভিনয় করতে পারি?’ ভারী গলায় মা বললেন, না কখনই না। আমি আবার জিজ্ঞাসা করলাম তাহলে মাথা ঘুরে পড়ে যাই? তাতেও মায়ের মানা। তাহলে কী করব এখন? মা বললেন প্রফেশনালিজম সবার আগে। এখনি ফিরে যাও সবটা শেষ করে তবেই বাড়ি এসো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ