Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানলে ক্ষতিগ্রস্ত ৭৫% অস্ট্রেলীয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটে অন্তত এক কোটি ৮০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এক জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে প্রকাশ করা হয়েছে যে, পাঁচ মাসের ওই দাবানলে কমপক্ষে ৩০ জনের প্রাণহানি এবং হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শীর্ষস্থানীয় সমাজ গবেষক নিকোলাস বিডল বলেন, ‘প্রায় প্রত্যেক অস্ট্রেলিয়ান দাবানলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অনেকেই বছরের পর বছর এর ক্ষতিকর প্রভাব নিয়ে বেঁচে থাকবে।’ তিন হাজার লোকের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা যায়, ১৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয় তারা তাদের ঘরবাড়ি হারিয়েছে বা তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুবা তাদের পরিবার স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়া পরিবর্তন জনিত খরা ও প্রতিক‚ল আবহাওয়ার প্রভাবই এই দাবানলের কারণ ঘটাচ্ছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ