বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের একটি রাইস্ মিলের বয়লার বিস্ফোরণে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ ৯ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল১০টায় সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সোলায়মান আলী (৪০) । তার বাড়ি রাজাগাঁও গ্রামে।
স্থানীয়রা জানায়,আজ সকালে রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাসকিং মিলের শ্রমিকেরা প্রতিদিনের মতো সকালে ধান সেদ্ধর কাজ করছিলেন। এমন সময়ে মিলের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।এতে মিলের চিমনি প্রায় ২০০ গজ দূর ছিটকে বাদিয়া মার্কেটের পাশে গিয়ে পড়ে।
এ সময় গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে সলেমান আলী নামে ওই শ্রমিক নিহত হন।
আহতরা হলেন, মিল মালিক রুহুল আমীন (৬০), মমতাজ (৪২), বাদল (২৮), জহুরুল (৪৫), আরিফ (৮), আরফিনা (১৫), নৃপেন চন্দ্র রায়(২৮), তুলসি বর্মন (২৯) ও লাকী বেগম (৪০)। এরা সবাই চাতাল শ্রমিক ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল বলেন, আহতরা শঙ্কা মুক্ত।
সদর থানার ওসি (তদন্ত) গোলাম মতুর্জা বলেন,রাইস মিলের বয়লারের কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।