প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডের ‘মালাঙ’, ‘শিকারা’, ‘তানাশাহ’ , ‘হ্যাকড’, ইয়াহাঁ সাবহি জ্ঞানী হ্যায়’ এবং ‘আ গেইম কল্ড রিলেশনশিপ’ ফিল্মগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথম তিনটি আয় ও প্রশংসায় এগিয়ে আছে। রিভেঞ্জ অ্যাকশন ফিল্ম ‘মালাঙ’ পরিচালনা করেছেন মোহিত সুরি; অভিনয় করেছেন- আদিত্য রায় কাপুর, দিশা পাটানি, অনিল কাপুর, কুণাল খেমু, অ্যাঞ্জেলা ক্রিসলিন্জস্কি, শাদ রান্দেভা, অম্রুতা খানবিলকার এবং এলি এভরাম। শুক্রবার ফিল্মটির আয় ৬.৭১ কোটি রুপি। পরের দুদিনের আয় যথাক্রমে ৮.৮৯ কোটি রুপি এবং ৯.৭৬ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ২৫.৩৬ কোটি রুপি। বুধবার পর্যন্ত আয় ৩৭ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে তিন। ফক্স স্টার স্টুডিওস এবং বিধু বিনোদ চোপড়া প্রডাকশন্সের ব্যানারে পলিটিকাল ড্রামা ফিল্ম ‘শিকারা’ প্রযোজনা ও পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। অভিনয় করেছেন আদিল খান, সাদিয়া এবং অন্যরা। প্রথম দিন ফিল্মটির আয় ১.০১ কোটি রুপি। বুধবার পর্যন্ত আয় ৬.৩৫ কোটি রুপি। নবাগত শিল্পীদের নিয়ে নির্মিত ফিল্মটির রেটিং পাঁচে তিন। রিতম শ্রীবাস্তবের পরিচালিত ক্রাইম অ্যাকশন ফিল্ম ‘তানাশাহ’তে অভিনয় করেছেন দিলীপ আরিয়া, লরা মিশ্র, ইন্দ্রনীল ভট্টাচার্য, জিতেন্দ্র শাস্ত্রী রবি খানবিলকার, বিনোদ নাহারদি, প্রণয় নারায়ণ, তন্ময় রঞ্জন এবং মনোজ জোশি। প্রথম ছয়দিনে আয় ২.৭৫ কোটি রুপি। রেটিং পাঁচে আড়াই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।