Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

ডাক বিভাগ আধুনিক হোক, বানিয়াচংয়ে চক্ষু হাসপাতাল চাই

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

সেবাই যার আদর্শ, সেই ডাক বিভাগ আজ মুখ থুবড়ে পড়েছে। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে সম্ভাবনাময় এই খাতটিকে। বিপরীতে মানুষ নির্ভরশীল হচ্ছে বিভিন্ন বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর। সেবার মান দুর্বল হওয়ার কারণে আন্তর্জাতিক মানি অর্ডার নেমে এসেছে অর্ধেকে। আধুনিক প্রযুক্তির দাপটের মাঝেও পৃথিবীর বিভিন্ন দেশে এখনও সরকারি ডাক ব্যবস্থাই যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিবেশী দেশ ভারতেও নাগরিকদের আস্থা সরকারি ডাক ব্যবস্থায়। অথচ আমাদের ডাক ব্যবস্থা দিন দিন তলিয়ে যাচ্ছে অতলে। তাই অতীতের জনপ্রিয় এই খাতকে উদ্ধারে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে এখনই। অবহেলিত ডাক ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পারলে এ খাতে বিপুল সম্ভাবনা আশা করা যায়। দক্ষ জনবল নিয়োগ, অবকাঠামোগত উন্নয়নসহ ডাক বিভাগে আধুনিকতার ছোঁয়া লাগাতে হবে। অন্যথায় মানুষ এ ব্যবস্থা থেকে পুরোপুরি বিমুখ হয়ে পড়বে। যার ফলে বর্তমান এবং অদূর ভবিষ্যতে রাষ্ট্রকেই এর মাশুল দিতে হবে।

শফিউল আল শামীম
পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।

 


বিশ্বের সবচেয়ে বড় গ্রাম হিসেবে খ্যাত বানিয়াচং। ১৮৬ দশমিক ২৮ বর্গমাইলের বানিয়াচং উপজেলায় প্রায় চার লাখ লোকের বাস। এর ১৫টি ইউনিয়নের চারটি ইউনিয়ন নিয়ে বিশ্বের এই বৃহত্তম গ্রাম অর্থাৎ উপজেলা সদরের অবস্থান, যেখানে প্রায় সোয়া লাখ লোকের বসবাস। চিকিৎসার দিক দিয়ে বরাবরই এ উপজেলার জনসাধারণ অবহেলিত। কৃষিনির্ভর ভাটি অঞ্চল হওয়ায় দারিদ্র্যের হারও বেশি। উপজেলা সদরে সরকারি হাসপাতাল থাকলেও এখানে নেই পর্যাপ্ত ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জাম। এমনকি নেই কোনো চক্ষু বিভাগ। বেসরকারি পর্যায়ে বানিয়াচং উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নে বিএনএসবি (বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর ব্লাইন্ড) চক্ষু হাসপাতাল রয়েছে। সেখানে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এদিকে হাসপাতালটি উপজেলা সদর থেকে প্রায় ১৪-১৫ কিলোমিটার দূরবর্তী এবং হবিগঞ্জ সদরের প্রায় কাছাকাছি হওয়ায় পথিমধ্যে না থেমে উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন অসংখ্য চক্ষু রোগী বানিয়াচং থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি চক্ষু হাসপাতালে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করাচ্ছে, যা অনেকের জন্যই কষ্টকর। এ অবস্থায় বানিয়াচং উপজেলা সদর হাসপাতালে চক্ষু চিকিৎসার জন্য চক্ষু বিভাগ চালু অথবা বিএনএসবির চক্ষু হাসপাতালটি বানিয়াচং উপজেলা সদরে স্থানান্তর করলেও জনসাধারণ স্বল্প খরচে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা নিতে পারে।
পিয়ানুর আহমেদ হাসান
বানিয়াচং, হবিগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাক


আরও
আরও পড়ুন