Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাজীপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতিঃ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বেলতলী এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দল পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আব্দুল বাতেন জানান, শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন।

তাদের ছেলে এম এ জলিল সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন।
শনিবার মধ্যরাতে ১৪/১৫ জনের একদল ডাকাত কালো পোশাক পড়ে তাদের বাড়িতে হানা দেয়।

এক পর্যায়ে তাদের আধাপাকা বাড়ির ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ১৮ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানা পুলিশ।

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) এম এ জলিল তাদের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

মাওনা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ