Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানের নতুন নায়িকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১:৩৭ পিএম

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে সালমানের বিপরীতে কাকে দেখা যাবে তা জানার জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। ফুরালো অপেক্ষা। জানা গেছে এই ছবিতে সালমানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা হেগড়ে। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক সাজিদ নাদিদওয়ালা।

এর আগে সালমানের বিপরীতে কাজ করেননি পূজা। তবে অক্ষয় কুমারের বিপরীতে ‘হাউজফুল ফোর’ এবং হৃতিকের বিপরীতে ‘মহেঞ্জ দারো’ ছবিতে দেখা গেছে তাকে।

পারিবারিক গল্প নিয়ে তৈরি হবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিটি। ছোট শহরের এক সাধারণ নারীর চরিত্রে অভিনয় করবেন পূজা। নির্মাতারা ইতোমধ্যেই সালমান ও পূজাকে নিয়ে ওয়ার্কশপ শুরু করে দিয়েছেন।

এই ছবির শুটিং শুরু হবে অক্টোবর থেকে। সালের ঈদে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে ছবি মুক্তি পাবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিটি।

এবছর সালমানের তিন ছবি মুক্তি পাবে। বর্তমানে ব্যস্ত আছেন ঈদের ছবি ‘রাধে’ নিয়ে। এছাড়াও এবছর মুক্তি পাবে ‘কিক টু’ এবং ‘কাভি ঈদ কাভি দিওয়ালী’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ