Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেখক হয়ে আত্মপ্রকাশ এশা দেওলের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

শেষ তাকে দেখা গেছে ‘কেকওয়াক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে, তার আগে তিনি বেশ কিছু দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এশা দেওল এখন তার সংসারেই বেশি মনোযোগী। আর সর্বশেষ তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ‘আম্মামিয়া’ নামে একটি সন্তান লালন পালনের বই লিখে তার প্রকাশনায় অভিষেক হল। খবরটি টুইটারে প্রকার করে তিনি লিখেছেন : “এক মায়ের পক্ষ থেকে অন্য মায়েদের জন্য এই #আম্মামিয়া বইটি। সদ্য হাঁটতে শেখা শিশুদের নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা, পরামর্শ আর রেসিপি আছে এতে, এটি মায়ে পরিণত হবার পথে আমার অভিজ্ঞতার গল্প, আশা করি নতুন যারা মা হয়েছেন তাদের জন্য বন্ধুর কাজ করবে। পেঙ্গুইন ইন্ডিয়া বইটি প্রকাশ করেছে।” বইটির ভূমিকা লিখেছেন অতীত দিনের বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। এশার ‘কেয়া দিল নে কাহা’ চলচ্চিত্রে সহ-অভিনেতা তুষার কাপুর শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন : “ অসাধারণ মানুষ আর তার চেয়েও ভাল মা এশা দেওলের জন্য শুভেচ্ছাৃ এটি তোমার জন্য অসামান্য এক নতুন সূচনা।” এশা ২০১২তে ব্যবসায়ী ভরত তাখতানিকে বিয়ে করেন। রাধ্য আর মিরায়া নামে দুই কন্যার মা তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ