Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে সয়াবিনের গরম বর্জ্যে দগ্ধ হয়ে স্কুলছাত্রের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়ালের রাখা সয়াবিনের গরম বর্জ্যে পড়ে দগ্ধ হয়ে আশরাফুল মিয়া (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার উপজেলার রূপসী এলাকার রাস্তার পাশে রাখা সয়াবিনের গরম বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হন আশরাফুল মিয়া। আশরাফুল মিয়া রূপসী এলাকার খন্দকার বাবুল মিয়ার ছেলে। আশরাফুল জিনিয়াস একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, তারাবো পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, কাজীরপাড়া এলাকার জাফর কাজী, সাজ্জাত, নোয়াপাড়া এলাকা শাহজাহান ও রাজীব মিলে রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করেন। ইট ভাটায় বিক্রির জন্য এ বর্জ্যগুলো কোন প্রকার বেষ্টনি ছাড়াই রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে এনে রাখেন।

নিহতের বাবা বাবুল মিয়া জানান, গত বৃহস্পতিবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আশরাফুল গরম সয়াবিনের বর্জ্যে পড়ে যায়। আশরাফুলের চিৎকারে বন্ধু নাজিম মিয়া (১৩) তাকে বাঁচাতে গেলে সেও বর্জ্যে পড়ে দগ্ধ হন। পরে পরিবারের লোকজন আশরাফুল ও নাজিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুলের মৃত্যু হয়।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি প্রদীপ নামে এক শ্রমিক কর্মস্থল থেকে ফেরার পথে সয়াবিনের গরম বর্জ্যে পড়ে দগ্ধ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। গত ২ ফেব্রুয়ারি রুমি আক্তার নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীও বর্জ্যে পড়ে দগ্ধ হন। রুমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলা করতে রাজি হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ