Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জওয়ানি জানেমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ জওয়ানি জানেমান
২ স্ট্রিট ডান্সার থ্রিডি
৩ তানাজি : দি আনসাঙ ওয়ারিয়র
৪ পাঙ্গা
৫ ছাপাক


নিতিন কাক্কার পরিচালিত ফ্যামিলি কমেডি।
হ্যাজ ওরফে জাসসি (সাইফ আলি খান) একজন ফুর্তিবাজ পুরুষ। পেশায় সে একজন রিয়েল এস্টেট ব্রোকার। লন্ডনবাসী এই ভারতীয়’র জীবনের এক অংশ জুড়ে আছে পার্টি করা আর এক অংশ হল তরুণীদের সঙ্গ। বয়স ৪০ পেরোলেও তার অর্ধেক বয়সের মেয়েদের সঙ্গেই তার সম্পর্ক হয়ে থাকে। পেশাগতভাবে সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি পাবে এমনই আশা। এই সময় ক্লাবে তার সঙ্গে টিয়ার (আলায়া এফ) পরিচয় হয়। আরও অন্তরঙ্গ হবার উদ্দেশে সে তাকে তার বাসায় নিয়ে আসে। এখানেই টিয়া ‘তুমিই আমার বাবা হতে পার’ বলে বোমা ফাটায়। পরিসংখ্যানগতভাবে জ্যাজ তার বাবা হতে পারে এমন সম।ভাবনা ৩৩.৩৩ শতাংশ বলে জানায় টিয়া। এতে পিছিয়ে আসে জ্যাজ। ঘটনার পরম্পরায় তার যে বড় কাজটি পাবার কথা তার সঙ্গে টিয়ার সম্পর্ক প্রকাশিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ