মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে নভেল করোনাভাইরাস। আক্রান্ত হয়ে চীনে ফের একদিনে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৪-এ। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২৮ হাজারের বেশি মানুষ। শিগগিরই বিশ্ব সম্প্রদায় এই ভাইরাস প্রতিরোধে এগিয়ে না এলে অন্তত ৫০টি দেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের চেয়ে, মৃতের সংখ্যা বেশি হওয়ায় আতঙ্ক কাটছে না। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের স্বজনরাও রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। এভাবে চলতে থাকলে বৈশ্বিক মহামারির শঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্তত ২৭টি দেশে ইতোমধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখনই প্রতিরোধ করা না গেলে অচিরেই অন্তত ৫০টি দেশে ছড়িয়ে পড়বে ভাইরাসটি। সংকট কাটিয়ে উঠতে আপাতত ৬শ’ ৭৫ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কর্মকর্তা টেডরোস আডহানোম গেবরিয়াসুস বলেন, এখন সময় এসেছে বিশ্ব স¤প্রদায়ের এগিয়ে আসার। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা এই রোগ থেকে নিস্তার পাবো না। পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে দিন দিন। রাজনৈতিক, কারিগরি ও অর্থনৈতিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে উন্নত-অনুন্নত সব দেশকে। এ অবস্থায় এখনও চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ। হংকং চীন ফেরত সব মানুষকে ১৪ দিনের বাধ্যতাম‚লক পর্যবেক্ষণে রেখেছে। এদিকে চীনে ছয় কোটি মানুষের জীবন এখন ঘরের মধ্যে আবদ্ধ। ভাইরাস আতঙ্কে তারা সাধারণভাবে চলাফেরা করতে পারছেন না। হুবেই প্রদেশের উহানে জন্মের ৩০ ঘণ্টা পর এক শিশু ভাইরাসে আক্রান্ত হয়েছে। উহানে এখন পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ভাইরাসে আক্রান্ত সবচেয়ে বেশি বয়সী রোগীর বয়স হলো ৯০ বছর। আর এ রোগে আক্রান্ত ৬০ বছরের বেশি যাদের বয়স তাদের ৮০ শতাংশের মৃত্যু হয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।