Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে ছুরি নিয়ে হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১২ পিএম

লন্ডনের বাণিজ্যিক শহরতলী স্ট্রিথামে পুলিশের গুলিতে ছুরি নিয়ে হামলা চালানো এক ব্যক্তি নিহত হয়েছে। বেশ কয়েকজনকে ছুরিকাঘাতের পর তাকে গুলি করা হয়। হামলাটিকে ‘সন্ত্রাসী-সংশ্লিষ্ট’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার শহরটির দক্ষিণাংশে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হামলার শিকার ব্যক্তিদের শারীরিক অবস্থা ও সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে টুইটারে দেয়া এক সংক্ষিপ্ত বর্ণনায় মেট্রোপলিটান পুলিশ বলেছে, আমাদের ধারণা অন্তত দু’জন আহত হয়েছেন। আমরা তাদের অবস্থা জানতে অপেক্ষা করছি। পুরো ঘটনাস্থল নিয়ন্ত্রণে রয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীকে অন্তত দুই থেকে তিনটি গুলি করা হয়েছে। তাহির নামের একজন বলেন, তারা তাকে থামতে বলছিল বারবার। এরপর দেখলাম, পুলিশ তাকে তিনবার গুলি করলো।

এ ঘটনায় আহত ও আক্রান্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রসঙ্গত, লন্ডনে সাম্প্রতিক বছরগুলোয় সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট হামলা বাড়ছে। গত নভেম্বরে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে উসমান খান নামের এক বৃটিশ নাগরিক পাঁচজনের ওপর ছুরি হামলা চালায়। এতে দুইজনের মৃত্যু হয়। পূর্বে বোমা বানানোর মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও প্যারোলে মুক্তি পেয়ে এই হামলা চালায় উসমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডন

২৯ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ