মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথম বৃটিশ বাংলাদেশি পুরুষ হিসেবে লন্ডন ফ্যাশন উইকের মডেল হয়েছেন রমজান মিয়া। ২৫ বছর বয়স্ক প্রতিভাবান রমজান সম্প্রতি একটি ফটোশুট সম্পন্ন করেছেন। একইসঙ্গে তিনি সেপ্টেম্বরে লন্ডন ফ্যাশন উইকের হয়ে ক্যাটওয়াক করেছেন।
রমজান আশা করছেন, তিনি যেখান থেকেই উঠে আসুক না কেনো তার যাত্রার শুরুটা সবাইকে দেখিয়ে দেবে তিনি কতটা স্বতন্ত্র।
রমজানের বয়স যখন ১৭ বছর তখনই তার মডেলিং জীবনের শুরু। ২২ বছর বয়সে তিনি কাজ শুরু করেছেন নরউইচ ফ্যাশন উইক দিয়ে। তিন মাস আগে তিনি একটি ফ্যাশন এজেন্সিতে যোগ দিয়েছেন। তার এজেন্টই তাকে লন্ডন ফ্যাশন উইকে যেতে উৎসাহিত করেছে। রমজান বলেন, এটি আমার জন্য অভাবনীয় একটি মুহুর্ত। আমি অনুভব করি মিডিয়াতে যথেষ্ট বাংলাদেশি মডেল নেই। আমি এ অবস্থা পরিবর্তন করতে চাই। তিনি আরো বলেন, লন্ডন ফ্যাশন উইক হচ্ছে বৈচিত্রতা ও সংস্কৃতির মহা প্রদর্শনের জন্য একটি বিশাল সুযোগ।
ফ্যাশনের পাশাপাশি তিনি এখন অভিনয়ও করছেন। তার অভিনিত ফিচার ফিল্ম ‘দা রকেটম্যান’ মুক্তি পাবে ২০১৯ সালে। দিনি ডিজনির আলোচিত ‘আলাদিন’ মুভিতেও অভিনয় করছেন। সূত্র: ইভনিং নিউজ ২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।