Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সরাসরি সিলেট-টু-লন্ডন ফ্লাইট অক্টোবরে সিলেটে বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৫৭ পিএম

আগামী অক্টোবরেই সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী। সোমবার দুপুরে সিলেটের নজরুল অডিটোরিয়ামে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সহযোগিতায় ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক মতবিনিময় সভায় আরো বলেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের প্রবাসী এবং বিনোয়োগকারীদের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি নিয়ে তরুণদের মতামত ও ভাবনা জানতেই ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এই মতবিনিময় করা হচ্ছে। অনুষ্ঠানে দেশের প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অবদান, দেশ পরিচালনায় ভূমিকাসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। আর তরুণ প্রতিনিধিরাও দলটি নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।



 

Show all comments
  • রুমানা ইসলাম ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩২ পিএম says : 0
    চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং যশোর বিমানবন্দর একসাথে উদ্বোধন করুন যাতে ইউরোপের ধনী দেশের মানুষ বাংলাদেশে ভ্রমণ করতে আসতে পারে, তাতে অনেক রেমিটেন্স আসবে এবং অর্থনীতি পুরা চাঙ্গা হবে.
    Total Reply(0) Reply
  • হারুন ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৭:১৩ পিএম says : 0
    সৌদিআরবের রিয়াদ থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সরাসরি যে কোন এয়ার লাইনস চালু করা হোক
    Total Reply(0) Reply
  • সালাউদ্দিন ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৮:১০ পিএম says : 0
    আওয়ামী লীগ দেশটাকে মূর্ত্যুপুরি বানিয়ে অর্থনীতিকে কোন পর্যায় নিয়ে আসছে তা ১৭ কোটি মানুষ জানতে পারলে কি হবে তা আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে. ১৭ কোটি মানুষ শুদু শুনছে খুন ত্ত লুট, তাদের না জানানো ভালো.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট-টু-লন্ডন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ