মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লন্ডন থেকে নিউইয়র্কের দূরত্ব ৩ হাজার ৪৫৯ মাইল। বর্তমানে বিমানে করে লন্ডন থেকে নিউইয়র্কে যেতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা। অর্থাৎ গড়ে ঘণ্টায় ৫শ’ মাইল গতিতে ছুটে যায় বিমান। তবে এমন দিন আর বেশি দূরে নয় যখন মাত্র ৯০ মিনিটেই লন্ডন থেকে পৌঁছে যাওয়া যাবে নিউইয়র্কে। এমনই একটি হাইপারসনিক বিমান তৈরি করছে হারমিস নামের একটি স্টার্টআপ সংস্থা। ওই সংস্থার দাবি, ঘণ্টায় তিন হাজার মাইল বেগে ছুটতে পারবে তাদের তৈরি বিমানটি। যা শব্দের গতির চেয়েও পাঁচ গুণ বেশি হবে। এই হাইপারসনিক বিমান বানাতে লগ্নি করছে খোসলা ভেনচারস। যদিও নতুন এই বিমানটি সম্পর্কে বিশেষ কিছু জানাতে চায়নি হারমিস। শুধু জানানো হয়েছে, বিখ্যাত বিখ্যাত গবেষকদের একটি দল তাদের এই হাইপারসনিক জেট নিয়ে দিনরাত কাজ করে চলেছে। খুব দ্রুত এ বিষয়ে জানানো হবে। রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।