বিতর্কিত কৃষি বিল নিয়ে বিক্ষোভে উত্তাল রয়েছে রাজধানীসহ গোটা ভারত। দিল্লিতে অবস্থান নিয়েছেন হাজার হাজার কৃষক। মোদি সরকার কৃষকদের সঙ্গে কয়েকদফা আলোচনা করলেও কোনো সমধান মেলেনি। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ঠেকাতে বর্বরোচিত আচরণের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় এবার লন্ডনের রাস্তায়ও কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সেখানে থাকা ভারতীয়রা।
এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে বিক্ষোভরত কৃষকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি।
কানাডিয়ান-পাঞ্জাবিদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, ‘ভারত থেকে কৃষক বিদ্রোহের যে খবর আসছে তাতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আমাদের বন্ধু ও তাঁদের পরিবার নিয়ে চিন্তিত। দাবি আদায়ে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে রয়েছে কানাডা। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এই সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এদিকে ভারতে কৃষি বিলের প্রতিবাদে চলমান বিক্ষোভের মাঝেই তিনটি কৃষি সংস্কার বিলে সই করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত সপ্তাহে কণ্ঠ ভোটে পাশ হওয়া কৃষি বিলে সই না করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছিলেন বিরোধীরা। তবে সেই আবেদনে সাড়া দেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে কৃষি বিলের প্রতিবাদ শুধু সংসদেই নয়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সূত্র : এনডিটিভি