Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কৃষি বিলের প্রতিবাদে এবার বিক্ষোভ লন্ডনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ এএম
বিতর্কিত কৃষি বিল নিয়ে বিক্ষোভে উত্তাল রয়েছে রাজধানীসহ গোটা ভারত। দিল্লিতে অবস্থান নিয়েছেন হাজার হাজার কৃষক। মোদি সরকার কৃষকদের সঙ্গে কয়েকদফা আলোচনা করলেও কোনো সমধান মেলেনি। পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ঠেকাতে বর্বরোচিত আচরণের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় এবার লন্ডনের রাস্তায়ও কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সেখানে থাকা ভারতীয়রা।
এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই সঙ্গে বিক্ষোভরত কৃষকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি।
কানাডিয়ান-পাঞ্জাবিদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, ‘ভারত থেকে কৃষক বিদ্রোহের যে খবর আসছে তাতে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আমাদের বন্ধু ও তাঁদের পরিবার নিয়ে চিন্তিত। দাবি আদায়ে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে রয়েছে কানাডা। আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এই সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এদিকে ভারতে কৃষি বিলের প্রতিবাদে চলমান বিক্ষোভের মাঝেই তিনটি কৃষি সংস্কার বিলে সই করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত সপ্তাহে কণ্ঠ ভোটে পাশ হওয়া কৃষি বিলে সই না করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছিলেন বিরোধীরা। তবে সেই আবেদনে সাড়া দেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে কৃষি বিলের প্রতিবাদ শুধু সংসদেই নয়, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সূত্র : এনডিটিভি
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লন্ডন

২৯ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ