প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ও ‘পদ্মাবত’ তারকা দীপিকা পাড়ুকোনের পর বলিউড থেকে এবার হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী হুমা কুরেশি। বলিউড সূত্রে খবর, হলিউড পরিচালক জ্যাক স্নাইডারের আসন্ন জোম্বি মুভি ‘আর্মি অফ দ্য ডেড’-এ দেখা যাবে হুমাকে।
ইতোমধ্যে নাকি সেই ছবির শ্যুটিংও সেরে ফেলেছেন নায়িকা। চার মাস ধরে চলেছে শুটিং। হুমা বলেন, ভারত সম্পর্কে আন্তর্জাতিক অভিনেতা ও ক্রদের মধ্যে আলাদারকম কৌতূহল রয়েছে। ভারতীয়দের নিয়ে চিরাচরিত নাক সিঁটকানোর কোনোরকম অভিজ্ঞতার সম্মুখীন হননি বলেও দাবি করেছেন অভিনেত্রী।
হুমার কথায়, ‘বলিউড, ভারত ও আমাদের সংস্কৃতি নিয়ে সেখানে বেশ ভালো কৌতূহল রয়েছে। মুভির কাস্ট ও ক্র মেম্বাররা আমাকে অনেকবার বলেছেন, তারা ভারতে আসতে চান। অনেকে আবার ভারতে ঘুরেও গেছেন। আবার ভারতে আসতে চান। আমাদের শহর, খাদ্যাভাস, সিনেমা সব কিছু নিয়েই ওঁরা আমাকে প্রশ্ন করতেন। আমিও তাদের খুশি মনে তথ্য দিয়েছি।’
হলিউডে সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন তা বলার অপেক্ষা রাখেননি হুমা। ছোট্ট শহর থেকে বলিউডে নিজের কেরিয়ার তৈরি করে আমেরিকায় জীবনের সবচেয়ে দামি অভিজ্ঞতা অর্জন করাটাকে তিনি ভাগ্যবান বলেই ব্যাখ্যা করেছেন। হুমা বলেন, ‘৩০০ মুভির পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ কয়জনের হয় বলুন।’
হুমা আরও বলেন, ‘জোম্বির ছবিতে অভিনয় করাটা দারুণ ব্যাপার, তাও আবার জ্যাক স্নাইডারের ফিল্ম। পরিচালক, অভিনেতা ডেভ বাউতিস্তা সহ গোটা টিমের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। অন্যভাবে কাজ করার ও শেখার দৃষ্টিভঙ্গি খুঁজে পেয়েছি। বিশ্বের অন্য দিকগুলোকে চিনতেও শিখেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।