মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মৃত্যুর আগেই কবরের স্মৃতি ফলকে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন ৭৫ বছর বয়সী স্কটল্যান্ডের ফোরফারের বাসিন্দা অ্যালান হাত্তেল। অ্যালান হাত্তেল জানায়, গত তিন চার মাস ধরে কারো ফোন না পেয়ে তিনি অবাক হন। পরে খোঁজ নিয়ে জানেন স্ককটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে। অ্যালানের বিশ্বাস তার সাবেক স্ত্রী এমন কাজ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী অ্যালান ৩৭ বছর রাজমিস্ত্রীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ২৬ বছর ধরে আমি আমার স্ত্রী থেকে আলাদা থাকছি কিন্তু আমাদের মধ্যে কোন শত্রæতা ছিল না। আমর স্ত্রী আমার পাশে শায়িত হতে চায় এ জন্যই সে হয়তো কবরের জায়গা নির্দিষ্ট করে স্মৃতি ফলক লাগিয়ে রেখেছেন। তবে আমি তাকে কখনো বলিনি যে আমাদের কবর এক সাথে হবে। তবে কবরস্থানে অ্যালান হাত্তেলের নামে ওই জমি কে কিনেছে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্কটল্যান্ডের আংগুস কর্তৃপক্ষ। মেট্রো নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।