Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রেণিকক্ষের সঙ্কট নিরসন হোক

রোকসানা আকতার রক্তি | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন, আশা-আকাক্সক্ষা নিয়ে প্রতিবছর একটি সিটের জন্য গড়ে ৩০-৩৫ জন লড়াই করে পড়তে আসে মেধাবীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা সে মানসিকতা পাল্টে দেয়। এর মধ্যে শ্রেণিকক্ষের ব্যবস্থা উল্লেখযোগ্য। কলাভবনের ৪০ জন বসার উপযোগী ক্লাসরুমে ১৩০ জনকে ক্লাস করতে হয় প্রতিনিয়ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে হয় বহু শিক্ষার্থীকে। তার চেয়েও বড় সমস্যা, নির্দিষ্ট ক্লাসরুম না থাকায় কোনো বিভাগের ক্লাস শেষ না হতেই আরও একটি বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক উপস্থিত হন। যার ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের বিড়ম্বনায় পড়তে হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ কামনা করছি।
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রেণিকক্ষ


আরও
আরও পড়ুন