পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : প্রকৌশল কলেজের এক ছাত্রীকে শ্রেণিকক্ষে এসে পিটিয়ে হত্যা করলো একই কলেজের সাবেক ছাত্র। ঘটনাটি গত মঙ্গলবার ভারতের তামিল নাডুর চেন্নাইয়ে কারুক জেলার প্রকৌশল কলেজে ঘটেছে। খবর এনডিটিভির।
কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সোনালীর সঙ্গে এক সময় প্রেমের সম্পর্ক ছিল একই কলেজের এক বছরের সিনিয়র সাবেক ছাত্র উদয় কুমারের। কিন্তু তৃতীয় বর্ষে উঠার পর ওই ছাত্র কলেজ ছেড়ে চলে যায়। এ কারণে তাদের সম্পর্কে ছেদ পড়ে।
এরপর গত মঙ্গলবার কলেজের কেন্টিনে এসে সোনালীর সঙ্গে কথা বলতে চাইলে উদয়কে আর পাত্তা দেয়নি ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে মদ্যপ অবস্থায় ক্লাস রুমে ঢুকে কাঠের গুড়ি দিয়ে পিটাতে থাকে। এ সময় তার ক্লাস মেটরা ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি।
পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা টিকে রাজাসেকারান বলেন, হত্যা করে পালানোর সময় উদয় কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। দুই মাস আগেও প্রেম প্রত্যাখান করায় চেন্নাইয়ের ব্যস্ত রেল স্টেশনে ছুরিকাঘাত করে এক তরুণীকে হত্যা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।