Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজাপুরের রোলা বালিকা দাখিল মাদ্রাসা জীর্ণ টিনের ঘরে শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরের রোলা হালিমা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার শ্রেণি কক্ষ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত রয়েছে। এছাড়া মাদ্রাসা চত্ব¡রের মধ্যে কাঠের মসজিদটি কালবৈশাখি ঝড়ে গাছ পড়ে ভেঙে গেছে। মাদ্রাসার দক্ষিণ পাশের চারটি শ্রেণি কক্ষবিশিষ্ট টিন, কাঠের ঘরটি জরাজীর্ণ অবস্থায় ভেঙে যাবার উপক্রম হয়েছে, এতে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে রয়েছে। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। চারদিক ঘেরা মহিলা মাদ্রাসার ঠিক মধ্য স্থানে ছোট একটি মাঠ রয়েছে যাতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে ডুবে যায়। কয়েক দিনের বৃষ্টির পানি জমা হওয়ায় শিক্ষর্থীরা মাঠে শরীর চর্চা পর্যন্ত করতে পারছে না। ওই মাদ্রাসার সুপার মাওলানা মো. রুস্তুম আলি জানান, উপজেলা সদর থেকে এ মাদ্রাসাটি প্রায় ১০ কিলোমিটার পশ্চিম দিকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত। নারী উন্নয়নের ডিজিটাল সময়ে এ মাদ্রাসায় ২ শতাধিক ছাত্রী লেখাপড়া করছে। মাদ্রাসার মাঠ ভরাটসহ নানা সমস্যা প্রতিকারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ওই মাদ্রাসার ছাত্রী, শিক্ষক ও অভিভাবক মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজাপুরের রোলা বালিকা দাখিল মাদ্রাসা জীর্ণ টিনের ঘরে শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ