মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ পশ্চিম শিবরাম নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীর্ণ টিনের ঘরে শ্রেণিকক্ষ সংকটসহ সার্বিক অবকাঠামো না থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জানা গেছে, ১৯৯১ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণ পল্লী অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে পশ্চিম শিবরার নব সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টি এলাকাবাসী সাহায্য-সহযোগিতা দিয়ে দো-চালা বিশিষ্ট একটি টিনশেট ঘর নির্মাণ করে সেখানে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকে। গত ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫০ জন শিক্ষার্থীর পাঠদানে ৪ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। প্রয়োজনের তুলনায় ভৌত অবকাঠামো না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকগণ পাঠদানের ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় ভুগছেন। কোমলমতি শিক্ষার্থীদের পর্যাপ্ত আসন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত মাটিতে বসে পাঠদান নিচ্ছে। এ নিয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সাথে কথা হলে তিনি জানান, বিদ্যালয়টি স্থাপনের পর থেকে সরকারি কোন প্রকার অনুদান বা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অবকাঠামো নির্মাণের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।