রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
বেতাগী উপজেলার রহমাতপুর আলীম মাদরাসায় শ্রেণী কক্ষের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে অপরিসর জরাজীর্ণ কাঁচা টিনশেড ঘরে পাঠদান চলায় ২০ শিক্ষক ও ৪শ’ শিক্ষার্থী হিমশিম খাচ্ছে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী লক্ষীপুরা গ্রামে ১৯৬৭ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। কিন্তু বর্তমানে ভবনের অভাবে পাঠদান ব্যাহত হওয়ায় সুনাম ক্ষুণœ হচ্ছে। পাঠদানের কাজে ৩টি টিনশেড যে ঘর রয়েছে তাও সিডরসহ বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ে কয়েকবার বিধ্বস্ত হওয়ায় তার অবস্থা বেহাল। কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার কারণে প্রতিষ্ঠা থেকে মাদরাসাটি বিভিন্ন সময় জেলা-উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। শুধু লেখাপড়ায়ই নয়, জাতীয় স্কুল-মাদরাসার প্রতিযোগিতা ও সংস্কৃতি অঙ্গনে প্রতিভার সাক্ষর রাখছে। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মো. হুমায়ূন কবির খলিফা দাবি করেন, এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে একটি একাডেমিক ভবন নির্মাণ খুবই জরুরি। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিন জানান, পড়াশোনার মান ভালো হওয়ায় ছাত্রদের চাপ বেশি। পড়াশোনায় যাতে পিছিয়ে না থাকে সে কারণে সচেতন অভিভাবকরা সন্তানদের এখানে ভর্তি করান কিন্তু ক্লাস রুমের অভাবে পড়–য়াদের নিয়ে আমরা বিপাকে পড়েছি। অস্টম শ্রেণীর শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, শ্রেণীকক্ষের অভাবে ভোগান্তি পোহাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থী মো. আবু মুসা বলেন, ‘আমরা ক্লাশে গিয়ে মনোযোগ দিয়ে স্বাচ্ছন্দে পাঠদান করতে চাই।’ উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমান বলেন, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।