প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় ১৩ বছর ধরে চলচ্চিত্র জগত থেকে দূরে শিল্পা শেঠী। তবে শিগগিরই তিনি তার দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন আর সেটা হতে যাচ্ছে বেশ কৌতূহলোদ্দীপক।
সম্প্রতি কপিল শর্মা শোতে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা জানিয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠী। ১৯৯৪ সালের ম্যায় খিলাড়ি তু আনারি ছবির জনপ্রিয় ‘চুরা কে দিল মেরা’ গানটি রিমেক হচ্ছে। পরিচালক প্রিয়দর্শনের হাঙ্গামা টু ছবির জন্য ‘চুরা কে দিল মেরা’ গানের রিমেক করছেন শিল্পা শেঠী। তবে এবার আর গানটিতে শিল্পার সাথে অক্ষয়কে দেয়া যাবে না, বরং তার সাথে থাকবেন পরেশ রাওয়াল ও মিজান জাফরি। নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় গানটি গেয়েছিলেন কুমার শানু ও অলকা ইয়াগনিক।
গত বছর ২৩ সেপ্টেম্বর ম্যায় খিলাড়ি তু আনারি ছবিটির ২৫ বছর পূর্ণ হয়েছে। কপিল শর্মার এক প্রশ্নে শিল্পা হেসে জানিয়েছেন ‘চুরা কে দিল মেরা’ গানটির রিমেকে তার সাথে কাজ করতে যাওয়া মিজান জাফরির বয়সই এখনো ২৫ হয়নি, মানে ম্যায় খিলাড়ি তু আনারি ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখন মিজানের জন্মই হয়নি।
কিছুদিন আগে কুমার শানুকে প্রশ্ন করা হয়েছিল নব্বইয়ের দশকে তার গাওয়া কোন কোন গানের রিমেক দেখতে চান। জবাবে তিনি জানিয়েছিলেন ‘কুছ না কাহো’ ও ‘চুরা কে দিল মেরা’। শিল্পা শেঠীর এমন ঘোষণার মধ্য দিয়ে কুমার শানুর ইচ্ছা অনেকটাই বাস্তবায়িত হতে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।