Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু ক্যারিবিয়ান যুবাদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম


জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের উদ্বোধনী ম্যাচে ১৮ বল হাতে রেখেই অস্ট্রেলিয়া অন‚র্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ান যুবারা। গতকাল কিম্বার্লিতে টস হেরে ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৬৭ রানেই হারিয়ে ফেলে তারা ৪ উইকেট। পরে দলের হাল ধরেন জ্যাক ফ্র্যাজার-ম্যাকগার্ক। তার দৃঢ়তায় কোনোমতে ৩৫.৪ ওভারে ১৭৯ রান তোলে অস্ট্রেলিয়া।

৯৭ বলে ৯ বাউন্ডারিতে ৮৪ রানের দাপুটে এক ইনিংস খেলেন ফ্রেজার-ম্যাকগার্ক। ৪০ রান করেন প্যাট্রিক রোয়ে আর ২০ রান তুলেন অধিনায়ক ম্যাকেঞ্জি হার্ভি। তাদের বিদায়ের পর ফের শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জয়ডেন সিলেস ৪টি আর ম্যাথু ফোর্ড শিকার করেন ৩ উইকেট।

জবাবে নঈম ইয়াংয়ের হাফ-সেঞ্চুরিতে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৮০ রান তুলে ফেলে উইন্ডিজরা। ম্যাচ সেরা ইয়াং ৬৯ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় সংগ্রহ করেন ৬১ রান। ফোর্ডের ২৩ রানের সঙ্গে ওপেনার লিওনার্দো জুলিয়েন করেন ২০ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন তানভীর সংঘ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর হয় ম্যাচের টস। তাই ম্যাচের পরিধি কমে আসে ৪৯ ওভারে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ