প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ তানাজি : দি আনসাঙ ওয়ারিয়র
২ ছাপাক
৩ দরবার
৪ গুড নিউজ
৫ দাবাঙ থ্রি
ছাপাক
এসিড সহিংসতার শিকার লক্ষ্মী আগারওয়ালের অভিজ্ঞতা নিয়ে মেঘনা গুলজার পরিচালিত ড্রামা ফিল্ম।
দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় মালতী (দীপিকা পাডুকোন)। এসিডে চেহারা ও শরীরের কিছু অংশ ঝলসে তার স্বাভাবিক জীবনের গতি রোধ করে দিলেও সে উঠে দাঁড়াতে চেষ্টা করে। চাকরি খোঁজা শুরু করে মালতী। একসময় অমলের (বিক্রান্ত মাস্সি) সঙ্গে তার পরিচয় হয়। অমল ছায়া নামে একটি এনজিও চালায়। এই এনজিওটি এসিড সহিংসতার শিকার নারীদের নিয়ে কাজ করে। তাদের পুনর্বাসন আর আইনি সহায়তা দেয়াই ছায়ার কাজ। আরও এসিড দগ্ধ নারীর সঙ্গে তার দেখা হয়। এর মধ্যে সে কয়েকবার প্লাস্টিক সার্জারি করায় এসিডদগ্ধদের সহযোগিতায় মালতি খোলা বাজারে এসিড বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) মামলা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।