Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীপিকার ছপাক লুক নিয়ে বির্তক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৮:২০ পিএম

সময়টা ভাল যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। বক্সঅফিসে ‘ছপাক’-এর লক্ষ্মীলাভ হয়নি। জেএনইউতে যাওয়া নিয়ে আগেই গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েছিলেন। এ বার অ্যাসিড আক্রান্ত মালতীর লুক পুনর্গঠন করার চ্যালেঞ্জ দিয়ে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হল তাঁকে।

টিকটক অ্যাপে প্রকাশ পাওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে দীপিকা এক মেকআপ আর্টিস্টকে তাঁর প্রিয় তিনটি ছবির লুক বর্ণনা দিতে গিয়ে বলছেন, ‘ওম শান্তি ওম, পিকু এবং ছপাক এই তিনটি লুকই নাকি তাঁর সবচেয়ে প্রিয়। এমনকি তিনি ওই মেকআপ শিল্পীকে ওই তিনটি লুক রি-ক্রিয়েট করতেও বলেন। সেই মতোই ওই শিল্পী মেকআপের সাহায্যে ওই তিনটি লুক রি-ক্রিয়েট করে টিকটকে আপলোড করতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।’

এক জন লেখেন, ‘চূড়ান্ত অসংবেদনশীল,এই ছবিটি তোমার মেকআপ কেমন হয়েছে বোঝানোর জন্য বানানো হয়নি। গল্পটি এমন একজন মানুষের যে ওই দাগগুলো কোনদিন মুছে ফেলতে পারবে না। তোমার মেক আপ তুমি চাইলেই মুছতে পারবে। কিন্তু সে পারবে না।’

আর একজন লিখেছেন, ‘অ্যাসিড পোড়া মুখ কোনও লুক নয়। সেটা নিয়ে টিকটক চ্যালেঞ্জ! তোমার থেকে আশা করিনি দীপিকা।’ যদিও কেউ কেউ দীপিকার পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘মালতী অথবা অ্যাসিড আক্রান্তদের অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না দীপিকার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ