Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবানা আজমির গাড়ি চালকের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ৮:১২ পিএম

এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে শাবানা আজমির গাড়ি চালকের বিরুদ্ধে। মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ট্রাকটির চালক রাজেশ শিন্ডে।

মামলায় উল্লেখ করা হয়েছে, বেপরোয়া গতির জন্য পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দিয়েছে শাবানা আজমির গাড়ি। ফলে বড় দুর্ঘটনা ঘটেছে এবং ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাবানা আজমির গাড়িতে এয়ারব্যাগ থাকায় খুব বড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে। তবে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লাগায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অনেকটা অংশ। দুর্ঘটনায় শাবানা আজমির গাড়ি চালকও আহত হওয়ায় এখনও জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বাই-পুনে জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়েন শাবানা আজমি। দুর্ঘটনার পরেই গুরুতর আহত শাবানা আজমিকে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন স্বামী জাভেদ আখতারও। তবে তিনি আঘাত পাননি। একই গাড়িতে থাকা আরেকজন নারীর অবস্থা সঙ্কটাপন্ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ