Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানলের পর এবার বন্যার কবলে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১১:৩৭ এএম

এবার আকস্মিক বন্যার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য। প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে শনিবার প্রচুর বৃষ্টি হয়েছে। এছাড়া নিউ সাউথ ওয়েল রাজ্যেও ঝড় হয়েছে। এছাড়া ভিক্টোরিয়া রাজ্যেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঝড়-বৃষ্টিতে এখনো অস্ট্রেলিয়ার কোন রাজ্য থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে বন্যায় অনেক রাজ্যের সড়ক বন্ধ হয়ে গেছে। তবে কিছু রাজ্যে বন্যা দেখা দিলে এখনো অস্ট্রেলিয়ার ১০০টি স্থানে দাবানল অব্যাহত রয়েছে। খবর রয়টার্সের।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ