Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জয় মাম্মি দি’ মুক্তি পাচ্ছে কাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আগামীকাল বলিউডের স্বল্প সম্ভাবনাময় দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘জয় মাম্মি দি’র কিছুটা হলেও বাণিজ্যিক সম্ভাবনা আছে, অন্য ফিল্মটি হল ‘এয় কাশ কে হাম’। রোমান্স কমেডি ‘জয় মাম্মি দি’ মুক্তি পাবে লব ফিল্মস এবং টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার লব রঞ্জন এবং অঙ্কুর গার্গ। নভজোত গুলেতির পরিচালনায় অভিনয় করেছেন সানি সিং নিজ্জার, সোনালি সেগাল, সুপ্রিয়া পাঠক, পুনম ধিলন, বীর রাজবন্ত সিং, শিবানী সায়নি, শরত সাক্সেনা, টিনা ভাটিয়া এবং বিশেষ ভূমিকায় নেহা কাক্কার আর জাসসি গিল। সঙ্গীত পরিচালনা করেছেন মিত ব্রাদার্স, তনিষ্ক বাগচী, অমর্ত্য বোবো রাহুত, পরাগ ছাবড়া, ঋষি সিদ্ধার্থ এবং গৌরব চ্যাটার্জি। রোমান্স থ্রিলার ‘এয় কাশ কে হাম’ প্রযোজনা করেছেন কিরণ কে. তালাসিলা এবং পঙ্কজ তালোর। বিশাল মিশ্র’র পরিচালনায় অভিনয় করেছেন বিবান শাহ, প্রিয়া সিং এবং সোফিয়া সিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ