Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ছবির শুটিংয়ে অনুষ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ৮:৪৯ পিএম

মিতালি রাজের পর এবার আরও এক মহিলা ক্রিকেটারের বায়োপিক উপহার দিতে চলেছে বলিউড। এবার রুপোলী পর্দায় উঠে আসবে ঝুলন গোস্বামীর জীবন। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মাকে। প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন তিনি। ইডেন গার্ডেনসে শনিবার শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে সেখানে উপস্থিত থাকতে পারেন ঝুলন গোস্বামী স্বয়ং।

যদিও ঝুলনের বায়োপিক হওয়ার কথা ছিল অনেক আগেই। ২০১৭ সালের সেপ্টেম্বর নাগাদ বায়োপিকের ঘোষণা হয়। তখন ঝুলন জানিয়েছিলেন, ‘সিনেমার অফার অনেকদিন থেকেই আসছিল। কিন্তু আমি চাইছিলাম আগে কিছু একটা করি, যা অন্যদের অনুপ্রাণিত করবে। তাছাড়া আগের অফারগুলো সবই ছিল বাংলা ছবির। আমি চেয়েছিলাম গোটা দেশ জানুক।’ শোনা যাচ্ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত মহিলা টি-২০ বিশ্বকাপের আগেই মুক্তি পেতে পারে এই বায়োপিক। কিন্তু কোনও কারণে কাজ পিছিয়ে যায়।

ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা। যদিও আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। এমনকী বিপাশা বসুর কথাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত শিকে ছেঁড়ে অনুষ্কার ভাগ্যে। অবশ্য অভিনেত্রীর পাশাপাশি ছবির পরিচালকেরও পরিবর্তন হয়েছে। আগে কথা ছিল সুশান্ত দাস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি নাকি ছবির সঙ্গে যুক্ত নন। তাই গল্পে কতটা পরিবর্তন আসবে, তা জানার এখনও কোনও উপায় নেই। কারণ সুশান্ত দাস জানিয়েছিলেন, চাকদহ থেকে লর্ডস, ঝুলনের বেড়ে ওঠার বিভিন্ন লড়াই-সংগ্রামের গল্প থাকবে সিনেমায়। পরিবারের অমতে কীভাবে ভোর চারটের সময় ট্রেনের ডেলি প্যাসেঞ্জার হয়ে উঠেছিলেন ঝুলন, থাকবে সেই সবই। কিন্তু এবার ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটি কীভাবে পরিবেশন করা হবে, তা নতুন পরিচালকই বলতে পারবেন।

কিন্তু অনুষ্কা নিজের কাজ শুরু করে দিয়েছেন। নাম ভূমিকায় তাঁর অভিনয় করার কথা স্থির হতেই বল হাতে অনুশীলনে নেমে পড়েছেন অনুষ্কা। শনিবার ইডেনে আসছেন তিনি। এদিন থেকেই শুরু হবে শুটিং। তবে অনুষ্কার অনুশীলনে কিন্তু ঝুলনের পাশাপাশি তাকে বিরাট কোহলিও গাইড করবেন কিনা, তা কিন্তু জানাননি ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট লেডি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ