Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুচক্র চালানোর অভিযোগে পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার বিগ বস প্রতিযোগীর বান্ধবী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১:০৮ পিএম

মধুচক্র (SEX RACKET)চালানোর অভিযোগে গ্রেফতার করা হল বিগ বস ১৩-র প্রাক্তন প্রতিযোগী (Arhaan Khan) আরহান খানের বান্ধবী অমৃতা ধানোয়াকে৷ রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার রাতে গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেল তেকে গ্রেফতার করা হয় অমৃতাকে৷

জানা যাচ্ছে, গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেলে পার্টি চলাকালীন গ্রেফতার করা হয় আরহান খানের প্রাক্তন বান্ধবী অমৃতা ধানোয়াকে৷ মধুচক্র চালানোর অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁকে৷ অমৃতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়৷ অমৃতার পাশাপাশি রিচা সিং নামে আরও এক অভিনেত্রীকে গ্রেফতার করা হয়৷ তাঁকে পুলিস হেফাজতে নেওয়া হয়েছে৷ জানা যাচ্ছে, রূপোলি জগতে খাতা খোলার চেষ্টায় ছিলেন রিচা সিং নামে ওই অভিনেত্রী৷ আচমকাই গোরেগাঁওয়ের ওই পাঁচতারা হোটেল থেকে অমৃতার সহযোগী হিসেবে গ্রেফতার করা হয় তাঁকে৷

পুলিস সূত্র খবর, গোরেগাঁওয়ের ওই পাঁচতারা হোটেলে (Police) পুলিসের হানাদারি চলতে পারে৷ এই খবর শোনার পর সেখান থেকে পালানোর চেষ্টা করেন (Amrita Dhanoa) অমৃতা৷ কিন্তু সফল হননি৷ চম্পট দেওয়ার আগেই ওই পাঁচতারা হোটেলের পার্টি থেকে গ্রেফতার করা হয় আরহান খানের প্রাক্তন বান্ধবীকে৷

আরহান খান এবং অভিনেত্রী রেশমি দেশাইয়ের সম্পর্ক নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন অমৃতা ধানোয়া৷ তিনি বলেন, রেশমি যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তাঁকে আগেই বিয়ে করেছিলেন৷ আরহান মিথ্যে পরিচয় নিয়ে তাঁকে বিয়ে করেছিলেন বলেও দাবি করেন অমৃতা ধানোয়া৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ