Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ছুরিকাঘাতে খুন

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেয়ায় তমালিকা আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামী রাসেল মিয়ার (৩০) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চর সিংধা গ্রামে। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চর সিংধা গ্রামের বাসিন্দা আবুল হাশিমের পুত্র ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক রাসেল মিয়ার সাথে গত দেড় বছর আগে একই ইউনিয়নের পাশের গ্রাম ভাটি পাড়ার রমিজ মিয়ার মেয়ে তমালিকা আক্তারের বিয়ে হয়। এটি রাসেলের দ্বিতীয় বিয়ে। তমালিকা বর্তমানে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা বিয়ের পর থেকে যৌতুকলোভী রাসেল বিভিন্ন সময় তমালিকাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। এরই মধ্যে তমালিকা তার বাবার কাছ থেকে বেশ কিছু টাকা এনে দেন। স¤প্রতি রাসেল তমালিকাকে তার বাবার বাড়ি থেকে আরো কিছু টাকা এনে দিতে বলেন। তমালিকা বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অপারগতা জানালে রাসেল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার নিযাতন চালায়। এ ব্যাপারে গ্রাম্য সালিস দরবারও হয়। গত বুধবার রাত পৌনে দুইটার দিকে রাসেল তার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর শুরু করে। এক পর্যায়ে পাষন্ড রাসেল স্ত্রী তমালিকাকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেলের বাবা আবুল হাসিম ও মা মাজেদা আক্তারকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রাসেল মিয়াকে আটক করতে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ